Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: তাঁরা রূপান্তরকামী। না, ইকুয়েডরের ডায়ানে রডরিগ এবং ফারনান্দো মাচাদো-কে রূপান্তরিত বলাটাই সঙ্গত। র়রিগ এবং মাচাদো দাম্পত্য সম্পর্কেই আবদ্ধ। সম্প্রতি তাঁরা তাঁদের টুইটারে এমন এক খবর প্রকাশ করেছেন, যা সত্যিই বিস্ময়কর। টুইট-বার্তায় তাঁরা জনিয়েছেন, তাঁরা শিগগির ‘বাবা-মা’ হতে চলেছেন।
রূপান্তরের আগে ডায়ানের নাম ছিল লুইস, ফারনান্দো পরিচিত ছিলেন মারিয়া হিসেবে। তাঁদের দু’জনেই হরমোন থেরাপি চলছিল। কিন্তু তাঁরা কেউই অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেননি। তাই যদিও মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তাঁর গর্ভেই বেড়ে উঠছে তাঁদের সন্তান।
রডরিগ ইকুয়েডরের এলজিবিটি আনডোলনের নামকরা অ্যাক্টিভিস্ট। তিনি জানিয়েছেন, রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণাগুলি ভাঙার জন্যই তাঁরা সন্তান-ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। ইকুয়েডরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু অন্যত্র রূপান্তরকামী ব্যক্তি সন্তান-ধারণ করেছেন, এমন নজির রয়েছে।