খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বিয়ে করতে না পারায় প্রেমিকার বাবাকে গুলি করার অভিযোগ পাওয়া যায়। সে ঘটনায় পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায়।
রোববার প্রেমিকার বাড়িতে চড়াও হয় ফরাজিপাড়ার বাসিন্দা টিঙ্কু শেখ নামে ওই যুবক। অভিযোগ, খুব কাছ থেকে প্রেমিকার বাবা মতিউর রহমান বিশ্বাসকে গুলি করে টিঙ্কু। পায়ে গুলি লাগে মতিউরের। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, বছর দুয়েক মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় টিঙ্কুর। কিছুদিন আগে সে মেয়েটিকে নিয়ে চলেও যায়। কিন্তু টিঙ্কুর সঙ্গে সম্পর্কে আপত্তি জানিয়ে মেয়েটিকে ফিরিয়ে আনে তার পরিবার। মেয়েটির অন্যত্র বিয়ে হয়। প্রতিশোধ নিতেই টিঙ্কু মেয়েটির বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।