খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: পরকীয়া প্রেমের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ওই দুই শিশুর মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরূল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গৌতম কুমার ঘোষের আদালতে মা জান্নাতুল ফেরদাউস কুলসুমকে হাজির করা হয়। তরে সেখানে ১৬৪ ধারায় হত্যাকান্ডের কথা স্বীকার করে এ জবানবন্দি দেন।
তিনি আরো জানান, মোবাইল ফোনে মাদারীপুরের এক ব্যক্তির রানা সাথে কুলসুম বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক রানার কথামতো তাদের প্রেমের সফল পরিনতির জন্য তার শিশু সন্তানদেরকে তিনি হত্যা করেন বলেও আদালতে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নিজ সন্তান রায়হান সরদারকে (১০) হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এবং রইজ সরদারকে (৪) বালিশ চাপা দিয়ে হত্যা করেন এ ব্যাপারে শুক্রবার গভীর রাতে নিহতদের পিতা মাওলানা ইউসুফ সরদার বাদী হয়ে দায়ের করা হত্যা মামলা থানায় রেকর্ড করা হয়েছে।অবশ্য এর আগে কুলসুম বেগম নাটক সাজিয়ে বলেন রাতে প্রকৃতির ডাকে সারা দিয়ে বাইরে বের হন এসময় দুইজন দূর্বৃত্ত তাকে বেধে ফেলে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় আলাদা স্থানে শুয়ে থাকা স্কুল ছাত্র রায়হান ওরফে এয়াকুব সরদার (১০) ও রইজ সরদারকে (৪) হত্যা করে পালিয়ে যায়। দূর্বত্তরা চলে যাবার পর চিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে ও দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়।