খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: গ্লোবাল পার্টনারশীপ ফর এডুকেশন’ (জিপিএ) থেকে চলমান ‘তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র জন্য একশ’ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের লক্ষ্যে আজ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তহবির এক কোটি ৯৫ লাখ শিশুর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক হবে। আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড ইফফাত শরীফ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ব্যাপারে কাজী শফিকুল আযম বলেন, ‘পিইডিপি৩’ সবার জন্য শিক্ষা- সরকারের এই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এই তহবিল প্রাথমিক শিক্ষার মানোয়ন্নন ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।