Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বয়স যখন ছয়, একটা সড়ক দুর্ঘটনায় হারাতে হয়েছিল পুরুষাঙ্গ। ফলে যৌনজীবন কার্যত অনিশ্চিতই হয়ে গিয়েছিল বছর তেতাল্লিশের মোহাম্মদ আবাদের। কিন্তু, চিকিৎসকরা সে অসম্ভবকেই সম্ভব করে তুলবেন, ভাবতে পারেননি তিনি।
সেই অসম্ভব সম্ভব হওয়ায়, প্রথমবারের জন্য সফল যৌনমিলনের স্বাদ পেলেন মহম্মদ আবাদ। তিন বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলার পর গত বছর আবাদ বুঝতে পারেন পুরুষাঙ্গ ধীরে ধীরে ফিরে পাচ্ছেন তিনি। চিকিৎসকরা তাঁর বাহু থেকে চামড়া ও মাংস নিয়ে পুরুষাঙ্গ প্রতিস্থাপনের কাজ শুরু করেন। তা সফলও হয়।
মোহম্মদ আবাদ তাঁর কৌমার্য খুইয়েছেন শার্লট রোজ নামে এক যৌনকর্মীর কাছে। যিনি বিষয়টি জানার পর মোহম্মদ আবাদকে যৌনমিলনের প্রস্তাব দেন। নতুন বছর খুব ভালোভাবে শুরু হলো, বলছিলেন আনন্দিত আবাদ। আর রোজর বক্তব্য, মোহাম্মদ আবাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পেরে তিনি ভীষণ খুশি। এবার এক সুন্দরী নারীকে বিয়ে করে নতুন জীবন গড়ুন আবাদ, চাইছেন শার্লট।