খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: আপিলে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। আজ বুধবার সকাল ৮টার দিকে মঞ্চের মুখপাত্র ডা ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় বিভিন্ন দেশাত্মবোধক গান সহ নিজামীর ফাঁসির রায় বহালের দাবিতে নানা স্লোগানও দিচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।