Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আন্তরিকতা ও চেষ্টায় একের পর এক যুদ্ধাপরাধীদের ফাঁসি বহাল থাকছে বলে জানান প্রসিকিউটর তুরিন আফরোজ। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান। তুরিন আফরোজ বলেন, নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে এই রায়ের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণ হয়নি, সেগুলোর বিষয়ে রিভিউ করার সুযোগ আছে।
তিনি বলেন, ট্রাইব্যুনালে মামলা চলাকালে আমরা হিটলারের সঙ্গে নিজামীর অপরাধের তুলনা করেছিলাম। একাত্তরে তিনি তরুণদের বিভ্রান্ত করেছেন। স্বাধীনতাযুদ্ধকে তিনি ধর্মীয় যুদ্ধে রূপান্তরিত করেছিলেন। তুরিন আফরোজ বলেন, আপিল বিভাগের রায়ে আমরা অত্যন্ত খুশি। এই রায়ের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের হত্যার নির্মমতা ফুটে উঠেছে। সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে তার এই দণ্ড বহাল রাখা হয়েছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, এই ধরনের অপরাধ কখনোই ক্ষমাযোগ্য নয়।
একাত্তরে ত্রিশ লাখ শহীদ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতার পতাকা আমরা পেয়েছি, মন্ত্রী-এমপি থাকাকালে সেই পতাকা এই যুদ্ধাপরাধীরা তাদের গাড়িতে ব্যবহার করেছে। এটা আমাদের জন্য ছিল দুঃখজনক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন বলেন, আমাদের (প্রসিকিউশন) বিরুদ্ধে অবহেলা অভিযোগ আছে। আবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার কারণে একের পর এক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড বহাল থাকছে। যেসব মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের কূটনৈতিক তৎপরতার ও ওইসব দেশের সঙ্গে সমঝোতার মাধ্যমে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।