খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থানের ধারাবাহিকতায় পাকিস্তান আমাদের কূটনীতিক বহিষ্কারের কথা বলে ধৃষ্টতা দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কূটনীতিককে এ দেশ থেকে বহিষ্কার করে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে পাকিস্তান দূতাবাসে তালা লাগিয়ে দিতে হবে। ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থানের ধারাবাহিকতায় পাকিস্তান আমাদের কূটনীতিক বহিষ্কারের কথা বলে ধৃষ্টতা দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কূটনীতিককে এ দেশ থেকে বহিষ্কার করে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে।
একই সঙ্গে পাকিস্তান দূতাবাসে তালা লাগিয়ে দিতে হবে। নিজামী অনেক বড় অপরাধী। তাই তার ফাঁসির আদেশ বহালের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এক বিরাট জয় হলো। এখন রিভিউ-এর শুনানি শেষ করে দ্রুত এ ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজ বুধবার রাজধানীর শাহাবাগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের পক্ষে তিনি এ দাবি জানান। তিনি বলেন, নিজামী অনেক বড় অপরাধী। তাই তার ফাঁসির আদেশ বহালের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এক বিরাট জয় হলো। এখন রিভিউ-এর শুনানি শেষ করে দ্রুত এ ফাঁসির রায় কার্যকর করতে হবে।