খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: খুব শিগগিরই প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের কোচিং দলের সদস্য হতে পারেন মাখায়া এনটিনি। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ফাস্ট বোলারের সাথে কথা হচ্ছে জিম্বাবুয়ের। সবকিছু ঠিক থাকলে দলটির বোলিং কোচ হবেন। হবেন প্রধান কোচ ডেভ হোয়াটমোরের দলের অংশ। জিম্বাবুয়ের একটি অন লাইন পোর্টাল খবরটা দিয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে আলোচনাটা শেষ হলেই দায়িত্ব পাবেন এনটিনি। এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক আছে। গত সেপ্টেম্বর থেকে বেশ বাজে সময়ই কাটাচ্ছে জিম্বাবুয়ে। পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলা ১৮ ওয়ানডের মাত্র ৬টিতে তারা জিতেছে।
৬ টি-টোয়েন্টির একটিতে মাত্র জিতেছে। জানা গেছে, জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে একজন ব্যাটিং কোচ নিতে চাচ্ছে। আর পাকিস্তান থেকে তারা নিতে চায় একজন বিশেষজ্ঞ স্পিনিং কোচ। জিম্বাবুয়ে দল এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। শারজায় তারা আফগানিস্তানের সাথে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। বুধবারই শেষ ওয়ানডে। সিরিজে ২-২ এ সমতা। এনটিনিকে বোলিং কোচ হিসেবে পেলে টেস্টের মতো সীমিত ওভারেও বড় সমর্থন পাবে জিম্বাবুয়ে। ৩৮ বছরের সাবেক পেসার এনটিনি ১০১ টেস্টে শিকার করেছেন ৩৯০ উইকেট। ১৭৩ ওয়ানডেতে ২৬৬ উইকেট পেয়েছেন তিনি। ২০১০ সালে অবসরের পর টিভি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এনটিনি। এছাড়া ইস্ট লন্ডনে মাখায়া এনটিনি ক্রিকেট একাডেমিও গড়েছেন।