Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: ফেব্র“য়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে সূর্যের আলো জলপ্রপাত এর উপর ডান কোণ বরাবর সূর্যালোক পতিত হয়। এর ফলে ঝরনাটিকে কমলা রংয়ের দেখা যায়। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই অগ্নি জলপ্রপাত ইয়সমিত এর সবচেয়ে আকর্ষণীয় মনোরম দৃশ্য। ঝরনাটির নাম হল “হরসেটাইল ঝরনা”।
যে পর্যন্ত সূর্যালোক সঠিকভাবে ঝরনার পানির উপর পতিত না হবে, সে পর্যন্ত সেই মনোরম দৃশ্যটি দেখা যাবে না।
জলপ্রপাতটি অবশ্যই প্রজ্বলিত হতে হবে। ঝরনাটি ১,৫৭০ ফুট উচু থেকে এল কেপিটান এর পূর্বদিকে প্রবাহিত হয়। সেখানকার তাপমাত্রা অবশ্যই অনেক উষ্ণ হতে হবে। তাপমাত্রা ঠাণ্ডা থাকলে বরফ গলবে না এবং ঝরনায় পানি প্রবাহিত হবে না। শরৎকালে সেখানে কোন পানি প্রবাহিত হয় না। অক্টোবর মাসে আবার একই কোণে সূর্যালোক পতিত হবার কারনে ফেব্র“য়ারী মাসের মতই অগ্নি ঝরনার সৃষ্টি হয়। কিন্তু অক্টোবর মাসের বেশীরভাগ সময় হরসেটাইল ঝরনা শুকনো অবস্থায় থাকে।
প্রাকৃতিকভাবে তৈরি এই ঝরনাটি তথ্যে সমৃদ্ধ নয়। সেখানে প্রায় ১০০ বছর ধরে মানুষ বসবাস করছেন। তন্মদ্ধে ইন্ডিয়ানদের সংখ্যা বেশী। তারা এই ঝরনার অস্তিত্ব অনেক আগে থেকেই জানত। কিন্তু তারা এ সম্পর্কে কোন তথ্য কোনদিন কারও সাথে শেয়ার করে নি। ১৮৫১ সালে প্রথম সাদা অভিযাত্রীদের দল এই ঝরনার সম্পর্কে জানতে পারেন। এই বিস্ময়কর প্রাকৃতিক ঝরনার কথা তখন প্রচণ্ডভাবে উন্নীত করা হয়।