Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: মানুষ কী নিজের মৃত্যু আঁচ করতে পারে? এমনই এক ঘটনা দেখা যাচ্ছে ম্যাথিউ ডিরেমবার নামে সে মার্কিনির ঘটনায়। তিনি ফেসবুকে এক রহস্যময় ঘোষণা দেন, যার পর সে রাতেই তিনি মৃত্যুবরণ করেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসকারী ৩১ বছর বয়সী ম্যাথিউয়ের জীবনে ঘটে গেল করুণ ঘটনা। তিনি নতুন বছরের সূচনালগ্নে ফেসবুকে এক পোস্ট দেন। তাতে তিনি সেদিন রাতের ঘটনা কী ঘটবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। ম্যাথিউ ফেসবুকে লেখেন, ‘আমি সত্যিই জানি না, আজ রাতটি আমার কোথায় শেষ হবে। কিন্তু আমি জানি কোথায় যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি।’
এরপর ৩১ ডিসেম্বর রাত আটটায় তিনি মোটরসাইকেল চালানোর সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত হন। অপর গাড়িটি চালাচ্ছিলেন স্টিভেন লি ক্লার্ক। তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। আর এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ঠিকিই জানতেন এ দিনটি তার জীবনের শেষ দিন। এ কারণে তিনি ফেসবুকে একটি গুডবাই মেসেজও পোস্ট করেন। সে সময় তিনি একটি ছবিও পোস্ট করেন। এতে তার আরেকটি বার্তাও প্রকাশিত হয়। তিনি লিখেছেন, ‘আমরা এক দিনে জন্মগ্রহণ করেছি। আমরা এক দিনে মৃত্যুবরণ করব। আমরা এক দিন পরিবর্তন করতে পারি। আমরা এক দিনে ভালোবাসার বন্ধনে জড়াতে পারি। এক দিনে যে কোনো বিষয় হতে পারে।