Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে ‘নৈরাজ্য’ পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করে পিসিবি বলেছে, বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করায় অস্ট্রেলিয়ার জরিমানা দেওয়া উচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান মঙ্গলবার করাচিতে সাংবাদিকদের এসব কথা বলেন। ওইদিনই যুব বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, ফলে আয়ারল্যান্ডকে টুর্নামেন্টে অংশ নিতে আহ্বান জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
শাহরিয়ার খান বলেন, কোনও দল যদি একটি ইভেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তাহলে তাদের উচিত আয়োজকদের জরিমানা দেওয়া, কারণ এর জন্য তারা কঠোর পরিশ্রম করে। এসময় তিনি অস্ট্রেলিয়া যেন বাংলাদেশকে জরিমানা দেয় সেজন্য বিষয়টি আইসিসিকে দেখতে অনুরোধ জানান। পাশাপাশি ভারতের কারণে পাকিস্তানও এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করছে বলে জানিয়েছেন তিনি।