Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বিষয়টি লক্ষ্য করা গেছে। রাজধানীর ভাটারা থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই জুলফিকার আলী বলেন, সকাল হলেই হরতাল শুরু। হরতালকে কেন্দ্র করে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বিশেষ নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্য দিন প্রতি রাতে সাধারণত ৪টি টিম কাজ করে, কিন্তু হরতালকে কেন্দ্র করে আরো ৩টি টিম বাড়ানো হয়েছে। এসব টিম রাতভর তত্ত্বাবধায়নের জন্য থানার অপারেশন অফিসার মাঠ পর্যায়ে রয়েছেন। হরতালে ভোর সাড়ে ৫টা থেকে ১৭টি স্পটে ১৭টি টিম কাজ করবে। এছাড়াও রাজধানীর সবুজবাগ, মুগদা ও মিরপুর থানা এলাকায় গিয়ে দেখা যায় হরতালকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা প্রধান সড়কগুলো এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছেন।
একই বিষয়ে মুগদা থানার ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসালাম বলেন, হরতালকে কেন্দ্র করে যেকোন নাশকতা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আজ রাতের ডিউটিতে মোবাইল টহল রয়েছে ৩টি, হোন্ডা টহল ২টি এবং চেকপোস্ট রয়েছে ১টি। এদিকে, সন্ধ্যার পর থেকে রাজধানীর কোনো এলাকায় হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাষ্য অনুযায়ী রাজধানী ঢাকাতে যেনো কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।