খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে দেওয়া বক্তব্যের জন্য দোষী স্বীকার করে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে খালেদা জিয়ার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কার সঙ্গে আলোচনা হবে? যিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে দেয়া বক্তব্যের জন্য দোষ স্বীকার করে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন বাণীতে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বললেও এখন পাকিস্তানিদের সঙ্গে গলা মেলাতে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন।