খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিলে বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। তবে সকাল থেকেই হরতাল উপেক্ষা করে কর্মব্যস্ত মানুষেরা অন্যদিনের মতোই কর্মস্থলে ছুটে চলেছেন। পাশাপাশি রাজপথে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর, মতিঝিল, ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
হরতালের বিষয়ে মতিঝিল থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শেখ আবুল বাশার বলেন, জামায়াতের ডাকা হরতালে দৈনিক বাংলা, মতিঝিল, ইত্তেফাক মোড় এলাকা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ সব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এক কথায় হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সড়কে অন্যান্য দিনের মতোই যানবাহান চলাচল করছে।
রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল ব্যাংক পাড়ায় বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ দিনগুলোতে সকাল ১০টার মধ্যে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান ফটক খুলে দেওয়া হলেও আজ বৃহস্পতিবার তা বন্ধ রাখা হয়েছে। হরতালের কারণে প্রতিষ্ঠানগুলো তাদের মূল ফটক বন্ধ রেখেছে। তবে মূল ফটক বন্ধ থাকলেও বিকল্প প্রবেশ পথ খোলা রয়েছে।
এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে পথচারী, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন সাজোয়া যান টহল দিতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বুধবার সকালে বহাল রাখেন সুপ্রীম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় বহাল রাখেন। এর প্রতিবাদে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সারাদেশে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।