Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: সরকার ক্ষমতা হারানোর ভয়ে সংলাপে বসতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সংলাপে বসলে ক্ষমতা হাত বদল হতে পারে এ আশঙ্কা থেকেই সরকার সংলাপে বসতে চায় না।
এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটির মতে, আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার কথাই বলা উচিত না।