Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: টাইটনিক সিনেমার সেই বিখ্যাত দৃশ্য সকলেরই মনে থাকার কথা। যেখানে নায়িকা কেট উইন্সলেট আর নায়ক ডি ক্যাপ্রিও জাহাজের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে উড়বার ভঙ্গি করেছিলেন।
এবার ৩৯বছর বয়সী কেটকে আবারও সেই দৃশ্যে দেখলেন ভক্তরা। যদিও এবার ক্যাপ্রিওর বদলে নায়কের ভূমিকায় ছিলেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বিয়ার গ্রিলস।
ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বেয়ার গ্রিলসের নতুন শো ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গেলস’ এর সোমবারের পর্বে এমনটাই দেখা গেছে। টাইটানিক সিনেমার সেই উড়ার দৃশ্য পুনরাবৃত্তি করছেন কেট।
অনুষ্ঠানের এক পর্যায়ে কেটকে দড়ি দিয়ে পাহাড় বেয়ে নেমে আসতে হত। সে সময় কেটকে দুই হাত প্রসারিত করতে অনুরোধ করে বেয়ার। প্রথমে কেট ভয় পান এমনটি করতে। কিন্তু বেয়ারের দেয়া সাহসে শেষ পর্যন্ত বাতাসে দুই হাত মেলে ধরেন কেট। এবং সেভাবেই নিরাপদে মাটিতে নেমে আসেন।
কেট জানান এটা তার জীবনের সেরা অনুভূতি গুলোর মধ্যে একটি ছিল। জীবনে এমন একটা রোমাঞ্চকর সময় দেয়ার জন্য বিয়ারের কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।