Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ওপর থেকে দেখলে বোঝা যাবে বিজ্ঞাপন সংস্থার কাজকারবার হয় দোকানে। সেখানেই কি না মধুচক্রের আসর! মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ চার তরুণী ও সাতজন যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের রাজেন্দ্র নগরের। পুলিশ সূত্রে জানা গেছে, রাজেন্দ্র নগরের সিলিকন সিটিতে একটি অ্যাড এজেন্সি চালানোর নাম করে এই মধুচক্রের আসর চালানো হত। সংশ্লিষ্ট দোকানটিতে গত কয়েকমাস ধরে আনাগোনা বেড়ে গিয়েছিল যুবক-যুবতীদের। বিশেষ করে কলেজ পড়ুয়ারা ওই মধুচক্রে অংশ নিত বলে জানা গেছে।
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা দিলীপ গঙ্গরাডে জানান, খবর পেয়ে পুলিশ দোকানটিতে নজর রাখতে শুরু করে। মঙ্গলবার রাতে তল্লাশি অভিযানে মধুচক্রের আসর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এগারোজনকে। ধৃতদের প্রত্যেকের বয়সই পঁচিশ থেকে বত্রিশের মধ্যে। বাজেয়াপ্ত করা হয় কিছু আপত্তিজনক সামগ্রীও। পুলিশ জানিয়েছে, মধুচক্রের আসরে স্থানীয়দের পাশাপাশি কলকাতা, মুম্বই থেকে যুবতিরা আসত। গ্রাহকদের কাছ থেকে মাথাপিছু নেওয়া হত আটশো থেকে হাজার টাকা। বিস্তারিত জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।