Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ব্রিটিশ রাজবংশের ভবিষ্যত প্রিন্স জর্জ তার স্কুলের প্রথম দিনটি কাটালেন। কেনসিংটন প্যালেস থেকে জানানো হয়, নার্সারির প্রথম দিনটি শেষ করেছেন প্রিন্স।
তার বাবা-মা ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ ২ বছরের সন্তানকে নরফোকের ওয়েস্টাক্রি মন্টেসোরি স্কুলে ভর্তি করিয়ে দেন। জর্জের প্রথম দিনের স্কুলের কিছু ছবি তুলেছেন মা কেট মিডলটন। তারা ছবিটি শেয়ার করেছেন।
রাজপরিবারের সূত্র জানায়, প্রথম দিনটি তার ভালোই গেছে। নীল রংয়ের কুইলটেড কোট পরেছিলেন জর্জ। পিঠে ছিল আকাশী রংয়ের স্কুলব্যাগ। বহু সময় স্বাভাবিকভাবেই তিনি স্কুলে ছিলেন। কান্নাকাটি করেননি।
তবে তার বাবা প্রিন্স উইলিয়াম স্কুলের প্রথম দিনটি ছিল জাঁকজমকপূর্ণ। মিডিয়াকে খবর দেওয়া হয় স্মৃতি ধরে রাখতে। তার জন্যে স্কুলে বিশেষ ব্যবস্থা ছিল।
জর্জের স্কুলে কিছু সময় কাটিয়েছেন উইলিয়াম। স্কুলটি খুব খরচবহুল নয়। প্রতিঘণ্টায় ৫.৫০ পাউন্ড বা দিনে ৩৩ পাউন্ড খরচ। এর মোট ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জনের পরিবারের কাছ থেকে স্কুলের ফান্ড আসে।
প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি দুজনই মন্টেসোরি নার্সারিতে পড়েছেন। তবে ডাচেস অব ক্যামব্রিজ পড়েছিলেন ব্র্যাডফিল্ড সাউথএন্ডের একটি প্রি-স্কুলে। প্রিন্স অব ওয়েলসকে বিয়ে করার আগে প্রিন্সেস ডায়ানা এই স্কুলের একজন অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করতেন। সূত্র : টেলিগ্রাফ