খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: সাকিব আল হাসানের মেয়ের নাম আলাইনা হাসান অব্রি। এতদিন সংবাদমাধ্যমের অজানাই ছিল সাকিবের মেয়ের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সাকিব দেশে ফিরেছেন।
আর আজ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সাথে। সেখানেই একমাত্র কন্যার নাম জানিয়েছেন সাকিব।
গেল ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের প্রথম সন্তানের জন্ম দেন। সিরিজের মাঝ পথে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। পরে এই অলরাউন্ডার ফিরে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলতে। বিপিএলে খেলে গত ২৮ ডিসেম্বর আবার মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখান থেকে আবার ফিরলেন। তবে স্ত্রী ও কন্যাকে কবে দেশে নিয়ে আসবেন সে কথা জানাননি সাকিব।