Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: নতুন বেতন কাঠামোয় পদ বৈষম্য দূর করাসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সব স্তরের কর্মকর্তারা কাজ বন্ধ রেখে ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে ১০টা থেকে এক ঘণ্টা অবস্থান করেন।
এসময় সময় বাইরে থেকে কাউকে ব্যাংকচত্বরে ঢুকতে দেওয়া হয়নি।
বুধবার এক সভায় ‘গেট গ্যাদারিং’ শীর্ষক আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
দাবি আদায়ে আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং ১২-১৪ জানুয়ারি সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন।
এর মধ্যে সরকার দাবি মেনে না নিলে ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গণছুটিতে যাবেন বলে কাউন্সিলের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ- অষ্টম জাতীয় বেতন স্কেলে তাদের মর্যাদাহানি করা হয়েছে।
এর আগে সব বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক, বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একই স্কেল বা গ্রেডভুক্ত থাকলেও নতুন বেতন কাঠামোয় সহকারি পরিচালক পদ এক ধাপ নামিয়ে নবম গ্রেড করা হয়েছে। আর বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।
এছাড়া বেতন স্কেলের গেজেটে বাংলাদেশ ব্যাংককে রাষ্ট্রীয় অন্যান্য ব্যাংকের সঙ্গে দেখানো হয়েছে বলে তাদের অভিযোগ।
গেজেট প্রকাশের পর গত ২২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে সহকারি পরিচালক পদ অষ্টম গ্রেডে উন্নীত করা, গেজেটে বাংলাদেশ ব্যাংককে আলাদাভাবে উল্লেখ করা এবং নির্বাহী পরিচালক পদ গ্রেড-১ এ উন্নীত করার দাবি তোলা হয়।
দাবি আদায়ে এরপর কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনও করেছেন কর্মকর্তারা-কর্মচারীরা।
বৃহস্পতিবার কর্মবিরতিতে ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন,“গভর্নর বলেছেন, আমাদের দাবি পূরণের দায়িত্ব তিনি নিচ্ছেন। কিন্তু আমরা এতে সন্তুষ্ট না। আমরা আর কথায় বিশ্বাস করতে চাই না। বাস্তবায়ন চাই।”
দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।