Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ৫ বছরের এক শিশু! জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পর। নিজের দেহ দান করে নতুন করে জীবন ফিরিয়ে দিল ৬ জনের। ঘটনাটি ঘটেছে ভারতে। ২ জানুয়ারির সকাল। মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ৫ বছরের ছোট্ট জনস্রুথি। মাঝ রাস্তায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার পর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হলেও সঙ্কট যে কাটেনি তা বোঝা যায় এক দিন পর থেকেই। জনস্রুথির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। কোয়ম্বত্তুরের একটি নামি হাসপাতালে তাঁকে রেফার করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া মেলেনি। বুধবার তাঁর ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এক মাত্র শিশুর মৃত্যুতে স্বভাবতই খুব ভেঙে পড়েছিলেন জনস্রুথির বাবা-মা। পরে তাঁর মেয়ের দেহ দান করার সিদ্ধান্ত নেন। একরত্তি এক মেয়ের দেহ দানের এই সিদ্ধান্তে চিকিৎসকেরাও প্রথমে হতচকিয়ে যান। সচরাচর এরকম নজির নেই বলেই জানান তাঁরা।
চিকিৎসকেরা জানান, মেয়েটির কিডনি, হার্টের ভালভ্, লিভার এবং চোখ কাজে লাগানো গেছে। বিশেষ বিমানে একটা কিডনি এবং লিভার তাঁরা চেন্নাইয়ের এক হাসপাতালে পাঠিয়েছেন। তেমনই যে হাসপাতালে জনস্রুতি ভর্তি ছিল সেখানকারই এক রোগীর দেহে আর এক কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। জনস্রুথি দান করা অঙ্গে ৬ জন মুমূর্ষ রোগীর চিকিৎসা করা গেছে।
শিশুটির মা-বাবাও গর্বিত। কোয়ম্বত্তুরের এক সরকারি হস্টেলের রাঁধুনি তার বাবা বলেন, ‘‘এই ভাবেই অন্যদের মধ্যে আমাদের মেয়ে বেঁচে থাকবে।