Sun. Aug 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: ভারতে পাচার হওয়া ১৮ তরুণীকে দীর্ঘ দুই বছর পর ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। আজ শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করবে।
এসময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ১০ তরুণীকে এবং যশোর রাইটস নামে একটি এনজিও সংস্থা ৮ তরুণীকে গ্রহণ করবে। পরে এনজিও সংস্থাগুলো তাদের শেল্টার হোম থেকে তরুণীদের পরিবারের কাছে পৌছে দেবে। অন্য ১০ তরুণীর বাড়ি পটুয়াখালী, বরিশাল, চট্রগ্রাম ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।
দেড় থেকে ২ বছর আগে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়। দুইবছর আগে ভারতীয় পুলিশ এসব মেয়েদের বিভিন্ন শহরে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। এরপর বাংলাদেশি এনজিও সংস্থার সহযোগীতায় স্বদেশ প্রত্তাবর্তন আইনে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার।
ফেরত আসা মেয়েরা যদি বাংলাদেশি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তারা আইনী সহযোগীতা করবেন বলেও জানান এই দুই কর্মকর্তা।

অন্যরকম