খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ পদক্ষেপ বাস্তবায়নে চোখের পানি ঝড়ানোকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির রিয়েল এস্টেট মোগল ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএন
বুধবার ফক্স নিউজের ফক্স এ- ফ্রেন্ডস অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভুল জায়গায় আছেন। আমি মনে করি আবেগ ও চোখের পানি দিয়ে নিজেকে ইতিবাচকভাবে বুঝানোর চেষ্টা করছেন।
প্রেসিডেন্ট ওবামার দেওয়া মঙ্গলবারের ভাষণের বিপরীতেই ট্রাম্প এ কথা বলেন। আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে ওবামা যে পদক্ষেপ নিয়েছেন তা খুবই সংকীর্ণ যাকে বলা হয় উদ্ধার পাওয়া পথ। এটি আবেগের বিষয় নয় এটি ওবামার ভুল প্রয়োগ।
নাগরিকদের শাস্তির বিধান না করে ওবামাকে তাদের সুরক্ষার আইন করতে হবে।
ওবামার সঙ্গে হিলারি ক্লিনটনের সমালোচনা করে বলেন হিলারি ওবামার চেয়েও আরো সংকীর্ণ। হিলারি দেশের সকল মানুষের সুরক্ষা তুলে নেবেন।
আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে কংগ্রেসের সাড়া না পাওয়ার পর নিজের নির্বাহী ক্ষমতার প্রয়োগ ঘটানোর পরিকল্পনা মঙ্গলবার অশ্রুনয়নে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরে ওবামা বলেছিলেন, গান লবি এখন হয়ত কংগ্রেসকে জিম্মি করতে পেরেছে, কিন্তু আমেরিকানদের জিম্মি করতে পারে না।
প্রেসিডেন্টের প্রাসাদে এই অনুষ্ঠানে ২০১২ সালে কানেটিকাটের নিউ টাউনে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে ২০ শিশুর মৃত্যুর ঘটনা প্রেসিডেন্ট জীবনে সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করেছেন ওবামা। আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের শিকার স্কুল শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।