খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: পাকিস্তান সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সেদেশ ছেড়েছেন ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কূটনীতিক মৌসুমী রহমান।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পাকিস্তান ছাড়েন মৌসুমী রহমান।
বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমান পাকিস্তান ছেড়ে এখন লিসবনের পথে। সেখানকার স্থানীয় সময় বিকেলে সাড়ে চারটার পর (বাংলাদেশের সময় রাত সাড়ে ১০ টা) পর্তুগালের রাজধানীতে তাঁর পৌঁছানোর কথা।
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সন্ধ্যায় মুঠোফোনে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে মৌসুমী বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।
এর আগে পাকিস্তানি কর্তৃপক্ষ বুধবার মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান থেকে প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশকে। তবে কূটনীতিককে প্রত্যাহার করতে বললেও এর কোনও কারণ পাকিস্তান কর্তৃপক্ষ জানাতে পারেনি বলে বুধবার এক সংবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রসঙ্গত, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকায় পাকিস্তানের দূতাবাসে কর্মরত কূটনীতিক ফারিনা আরশাদকে গত ডিসেম্বরে প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশ। সে অনুযায়ী গত ২৩ ডিসেম্বর কূটনীতিক ফারিনাকে প্রত্যাহারও করেন নেয় পাকিস্তান। সেই ঘটনার জের ধরেই বুধবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলে পাকিস্তান।