Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: ভারতের বেঙ্গালুরুতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
তাকে গ্রেপ্তারের কথা শুক্রবার সকালে জানিয়েছে পুলিশ।
পুলিশের সূত্র জানিয়েছে, মাওলানা আনজার শাহ নামের সন্দেহভাজন আল-কায়েদার ওই সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
আনজার শাহ ভারতে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।
পুলিশের সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি সম্ভাব্য কয়েকজন রাজনৈতিক নেতা, জনবহুল স্থান এবং জনপ্রিয় কয়েকটি পর্যটন এলাকায় হামলার পরিকল্পনা করেছিল।
বেঙ্গালুরু থেকে আনজার শাহকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে শুক্রবার পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করার কথা রয়েছে।
দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ উইংয়ের সদস্যরা আনজার শাহকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই উইং ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার (একিউআইএস) বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনা করছে।
গেল ডিসেম্বর এই বিশেষ সেলের সদস্যরা একিউআইএসের দুই সদস্য জাফর মাসুদ এবং আবদুল রেহমান নামে আল-কায়েদার সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আনজার শাহর নাম জানতে পারে পুলিশ।
কারাগারে থাকা একিউআইএস-এর সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ প্রধান সন্ত্রাসী মোহামেদ আসিফও আনজান শাহর সঙ্গে বেঙ্গালুরুতে এক ধর্মীয় অনুষ্ঠানে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন।