খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ ও শ্রীলংকা।
বৃহস্পতিবার দুপুরে যশোরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মলনে ম্যাচ জয়ের কথাই জানান বাংলাদেশ ও শ্রীলংকার কোচ। বাংলাদেশের কোচ মারুফুল ইসলাম বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। ম্যাচে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে খেলোয়াড়রা।’ শ্রীলংকা দলের কোচ সাম্পাত পেরেরা বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। জয় পাওয়া সহজ হবে না। তবে জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ ছাড়াও, যশোরে টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি মালয়েশিয়া-নেপাল, ১০ জানুয়ারি বাংলাদেশ অলিম্পিক দল-বাহারাইন এবং ১১ জানুয়ারি মালদ্বীপ-কম্বোডিয়া লড়াই করবে।