খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই চারটি ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তাই জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বেশ আগে-ভাগেই খুলনায় যাচ্ছে সাকিব-মাশরাফিরা।
আজ শুক্রবার সকালে খুলনার উদ্দেশে রওনা করবে জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। যদিও এরই মধ্যে প্রথম দুটি টি২০ ম্যাচের জন্য ১৪ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে খুলনায় প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে যাওয়ার একটি কারণও আছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের আগে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
তাতে করে বিসিবিও জাতীয় দলের প্রধান কোচের চাওয়াকে প্রাধান্য দিচ্ছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের বিসিএলে খেলার জন্য ছেড়ে দেয়া হবে। আর প্রথম দুটি টি২০ ম্যাচের জন্য ঘোষিত দলের ক্রিকেটাররা থেকে যাবেন খুলনায়।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি২০ ম্যাচ খেলার পরই ঢাকায় ফিরে আসবে না জাতীয় দলের ক্রিকেটাররা। ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনায় চলবে মাশরাফিদের ক্যাম্প। এরপর সাকিব-মাশরাফিরা ঢাকায় ফিরবেন বলে বিসিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।