Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ার লেনদেন ও সব ধরনের মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে কমেছে। ডিএসইতে আজ ৩২১ টি কোম্পানির ১৬ কোটি ৪০ হাজার ৪২২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৪৩ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৭৮৩ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৩১ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩.৭২ পয়েন্ট কমে ৪৬৭৬.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৭০ পয়েন্ট কমে ১৭৭১.২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৭৭ কমে ১১২৬.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া ৩২১ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৮ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, আফতাব অটো, কেপিসিএল, সামিট পাওয়ার, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, বিডি থাই ও পাওয়ার গ্রীড । দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:এক্সিম ফাস্ট মি.ফা., মিরাকল ইন্ড্রা., ন্যাশনাল ফিডস, ফু-ওয়াং সিরামিক, সিএমসি কামাল, এএফসি এগ্রো, অরগন ডেনিমদ, স্ট্যান্ডার্ড সিরামিক, জিপিএইচ ইস্পাত ও আইসিবি ফাস্ট এনআরবি ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:প্রগতি ইন্স্যু., আইএসএন, কাশেম ড্রাইসেল, শ্যামপুর সুগার, কেডিএস এক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, স্ট্যাইলক্র্যাফট, এস.আলম.কোল্ড, অগনী সিস্টেম ও মাইডাস ফাইন্যান্স।