খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: আপনার যদি ঘুমের ঘোরে কথা বলা অভ্যাস থাকে তাহলে তাতে সঙ্গীর সমস্যা হতেই পারে। কিন্তু এ কথাবার্তাকেও যে মজাদার রূপে উপস্থাপন করা যায়, একথা প্রমাণ করলেন এ নারী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। লিন্ডসে স্ট্যামহুইস সম্প্রতি তার মজার এ অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি জানান, তার স্বামী ঘুমের ঘোরে কথা বলেন দীর্ঘদিন ধরেই। আর এ বিষয়টিকে উপভোগ্য করে তোলার অভিনব এক পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন একসঙ্গে সংসার করা শুরু করি তখন থেকেই তার রাতে ঘুমের ঘোরে কথা বলা অভ্যাস ছিল। আমি প্রথম দিকে মনে রাখার চেষ্টা করতাম তার কথাগুলো। সে কথাগুলো খুবই মজার ছিল।’
একটি ঘটনার বর্ণনা করেন তিনি এভাবে, ‘সে মার্শাল আর্টের ক্লাস করত এবং রাতে ঘুমের ঘোরে সে ক্লাসের কথাগুলোই বলত। একদিন সে যুদ্ধ বিষয়ে কথা বলছিল। আমি তাকে সে সময় জিজ্ঞাসা করি- কিভাবে? আর এতে সে তা দেখাতে গিয়ে আমার নাকে ট্যাপ করে এবং বলে-বুপ। এ সময় আমার খুবই হাসি পেয়ে যায়। তারপরেও আমি তাকে ঘুম থেকে ওঠাইনি বরং আরও প্রশ্ন করতে থাকি। এর উত্তরগুলো এমন মজার ছিল যে, আমি তা রেকর্ড করে রাখার চিন্তা করি।’ পরবর্তীতে রাতে তার স্বামীর মজার কথাবার্তা তিনি মোবাইল ফোনের বার্তায় লিখে রাখেন এবং তা মেসেজ করে তাকে পাঠিয়ে দেন। এতে তার সারাদিনের নানা কার্যক্রমের একটি বর্ণনা যেমন পাওয়া যায় তেমন বহু মজার মজার কথাবার্তার নমুনাও পাওয়া যায়।