Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: ইরানের সঙ্গে সৌদি আরব যুদ্ধে জড়াতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইকোনমিস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আলজাজিরার।
যুদ্ধের বিষয়ে সৌদির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ বলেন, ‘এটা এমন বিষয় যা আমরা আগে থেকেই বলতে পারি না। যারা এর দিকে (যুদ্ধ) অন্যকে ঠেলে দেয় তারা সুস্থ মানসিকতার নন।’
তিনি আরও বলেন, ‘সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হলে তা এ অঞ্চলে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করবে। আমরা এ ধরনের ঘটনার অনুমোদন দেব না।’
শিয়া ধর্মীয় নেতা নিমার আল-নিমারের মৃত্যুদণ্ডের বিষয়ে লন্ডনভিত্তিক ম্যাগাজিনটিকে তিনি বলেন, ‘আদালতের কাছে শিয়া-সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই। তারা অভিযোগ, অপরাধ, বিচার প্রক্রিয়া বিভিন্ন বিষয় পর্যালোচনার পর রায় প্রদান করেন।’
সম্প্রতি শিয়া নেতা নিমারসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশির ভাগই সুন্নি মুসলিম।
এ ঘটনার পরপরই ইরানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করে শিয়ারা। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলার ঘটনাও ঘটে। এ হামলার ঘটনার রেশ ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটি থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনে সৌদি আরব।
সৌদির এ ঘোষণার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বাহরাইন, সুদান, কুয়েত ও কাতার। এ ছাড়া সম্পর্ক হ্রাস করেছে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান, জিবুতি ও তুরস্ক সৌদির পক্ষে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
এদিকে চলমান টানাপড়েনের মাঝেই ইরান অভিযোগ করেছে, ইয়েমেনের সানায় তাদের দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে জাতিসংঘেও নালিশ করেছে দেশটি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সানার হাদ্দা জেলার ওই দূতাবাসে ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন দেখা যায়নি।