Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এম. আল্লামা সিদ্দীকী গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোগানের নিকট তার পরিচয় পত্র পেশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত জুলফিকার রহমানের স্থলাভিষিক্ত হলেন।
তুরস্কের রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশের নবনিযুক্ত এ রাষ্ট্রদূতকে এক উষ্ণ অভ্যার্থনা দেওয়া হয়। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। আজ শুক্রবার সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নবনিযুক্ত রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী প্রজাতন্ত্রী তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সাথে ছিলেন প্রথম সচিব আরিফুর রহমান, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।