Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চারজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিশ্ব ইজতেমায় নাটোর জেলার সিংড়া থানা গুটিয়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন কবিরাজ (৭২) বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেন। কুড়িগ্রাম জেলার অলিপুর থানার চকলার পাড় গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম (৭১) বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় মারা যান।
সিলেট জেলার গোপালগঞ্জ থানার রণকেলি গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৫৫) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পশ্চিম পাড়া বাসিন্দা দুধ মিয়া (৮৮) শুক্রবার ভোর রাতে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেন। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় থাকতেন। ওসি আরো জানান, শুক্রবার জুম্মার নামাজের পর দুধ মিয়াসহ নিহত চার মুসল্লির জানাযার নামাজ টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। মুসল্লিদের আত্মীয়-স্বজনরা তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।