Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: কদিন আগেই সদ্য বাবা হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলটা শেষ করে দেরি না করেই নয়নের মণি মেয়ে অব্রির মুখ দেখতে উড়ে চলে যান আমেরিকায়। মেয়েকে ছাড়া থাকবেন কেমন করে বাবা সাকিব আল হাসান। দেশে ফিরে পাওয়া গেল অন্য এক সাকিব আল হাসানকে।
মেয়ের সাথে সময়টা যে ভালই কাটিয়েছেন তার কথাতেই স্পষ্ট ভাবে বোঝা যায়। ক্রিকেট নিয়ে কথা না বললেও সংবাদিকদের সাথে মেতে উঠেছিলেন আড্ডায়। মেয়ের প্রসঙ্গ উঠতেই জানিয়ে দিলেন তার নাম। এরপর পাওয়া গেল সাকিবের বাবাসুলভ কথা। মেয়ে নাকি বাবার কোল পেলেই চুপচাপ শান্ত হয়ে যায়। পরম নির্ভরতায় ঘুমিয়ে পড়ে বাবার কোলে।
শুরু করে দিয়েছেন মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা। মেয়েকে কি ক্রিকেটার বানাবেন কিনা সে প্রশ্নের জবাবে মুচকি হাসি দিয়ে সাকিবের উত্তর, ‘না। ছেলে হলে ক্রিকেটার বানাতাম। যেখানে বড় হচ্ছে সেখানে ক্রিকেটার হবার কোন সুযোগ নেই। তাই টেনিস কিংবা গলফার বানাবো মেয়েকে।’
মেয়ে যে খেলোয়াড়ই হোক না কেন সাকিব তো চাইবেনই মেয়ে বাবার মত নাম্বার ওয়ান হবে। পেশাগত জায়গার কথা বাদ দিলে কাল যে সময়টা সাকিব সংবাদকর্মীদের দিলেন তা সংবাদকর্মীদের জন্য এক বড় পাওয়া। মিরপুরের হোম অফ ক্রিকেটের ড্রেসিংরুমের সামনের অংশটা পরিনত হয়েছিল ছোটখাটো এক আড্ডাখানায়।