Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
97687_Tangail-Fai
খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: ঘন কুয়াশা ও গাড়ির বেপরোয়া গতির কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের কাছে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এবং  হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
শনিবার ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
জানা যায়, বঙ্গন্ধু সেতু ওপর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের কাছে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ৩টি ট্রাক ও ১টি অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যায়ক্রমে সংঘর্ষ হয়। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস গরু ভর্তি ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের কমপক্ষে ১০ যাত্রী মারা যান এবং ২০ জন আহত হন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।