Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
58722_0খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিরোধীদল ও জোট ভাঙ্গার ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ২০ দলীয় জোট থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তারা।
শরিক দল বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে শনিবার (০৯ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়।
কাউন্সিলের প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয়ে পর্যন্ত সভা সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছরে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করছে তারা। এ ধরনের ঘটনা শুধু স্বাধীনতা যুদ্ধের সময়ই ঘটেছিল।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ ও গণতন্ত্রের মহাসংকট চলছে। তাই দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে লেবার পার্টির মহাসচিব হামলুল্লাহ আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।