Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

cceddfad2e90071d0aed1faf6ff6e163-6

খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: ভার্চ্যুয়াল রিয়ালিটির হেডসেটসহ স্যামসাংয়ের গিয়ার পরার ব্যাপারে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলায়। এ ধরনের নানা চমক নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬ নামের এ মেলা।

বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক মুশফিকুর রহিম এবং তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের মহাব্যবস্থাপক ইয়াং লি।
মেলায় বিভিন্ন নির্মাতার নতুন নতুন ফোন ও ট্যাব দেখা যাচ্ছে। এলিট মোবাইল প্রথমবারের মতো নিয়ে এসেছে ইভিওই৪০ মডেলের সম্পূর্ণ বাংলায় অ্যান্ড্রয়েড ফোন। স্যামসাংয়ের নতুন গিয়ার ভিআর হেডসেট মাথায় পরে স্মার্টফোন থেকে চলচ্চিত্র দেখা যাবে ও গেম খেলা যাবে। সিম্ফনির স্মার্টফোন কিনলে রয়েছে বিশেষ ছাড় এবং হেলিও স্মার্টফোনের সঙ্গে একটি পাওয়ার ব্যাংক। হুয়াওয়ে নতুন ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছে। গোল্ডবার্গ স্মার্টফোনের সঙ্গে দিচ্ছে উপহার। গ্যাজেট গ্যাং সেভেন জিয়াওমি রেডমি টু স্মার্টফোনে দিচ্ছে চার হাজার টাকা ছাড়। গ্রামীণফোনের প্যাভিলিয়নে ইনটেক্সের স্মার্ট ঘড়ির সঙ্গে পাওয়া যাবে মেমোরি কার্ড ও জ্যাকেট। বিজয়ের স্টলে পাওয়া যাচ্ছে শিশুদের জন্য বিভিন্ন শিশু শিক্ষার বই।
মেলা উপলক্ষে ফেসবুক পেজ খোলা হয়েছে (www.facebook.com/stexpo)। এতে ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’-এর আয়োজন করা হয়েছে।
মেলায় টিকিটের প্রবেশমূল্য ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার আয়োজক এক্সপো মেকার, পৃষ্ঠপোষক গ্রামীণফোন, সহ–পৃষ্ঠপোষক স্যামসাং, এলিট, হুয়াওয়ে ও সিম্ফনি।