খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলেও রয়েছেন।
শনিবার সকালে দুর্ঘটনার পর মন্ত্রীর ছেলে শরীফ রানাকে (৩৯) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রানাকে মৃত ঘোষণা করেন বলে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানিয়েছেন।
মন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদ মিন্টু বলেন, তারাও রানার মৃত্যুর খবর পেয়েছেন।
রানা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন।
সকাল ৭টায় কুয়াশার মধ্যে সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কার পর আরও কয়েকটি গাড়ি পেছন থেকে এসে বাসের উপর আছড়ে পড়েছিল।
সেতুর ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝের স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. আখেরুজ্জামান জানান।
তিনি বলেন, “একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগায়।”
“এতে ঘটনাস্থলে চারজন, টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে একজন ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে আরও জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে ওসি জানান। হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাতাড়ি পড়ে থাকায় যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।