Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: গেল বছরে সারাদেশে ছোট বড় ৬ হাজার ৫৮১ সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবদেন-২০১৫ এ এসব তথ্য জানানো হয়। এতে প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে হাত পা হারিয়েছে বা অন্য কোনো অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ১ হাজার ৩০৫ জন। তবে উল্লেখ্য হচ্ছে-এসব দুর্ঘটনার সিংহভাগই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দারিদ্যের কাতারে নেমেছে পরিবারগুলো।
মোজাম্মেল হক বলেন, ২০১৫ সালে ১ হাজার ১৮৫টি বাস, ১ হাজার ৫৬ টি ট্রাক-কার্ভার্ড ভ্যান, ৮৭২টি হিউম্যান হলার, ৮৫২টি প্রাইভেট কার- মাইক্রোবাস, ১ হাজার ৬৭৮টি অটোরিকশা, ১ হাজার ৭৭১টি মোটরসাইকেল, ১ হাজার ৭১ টি ব্যাটারি চালিত অটো রিকশা ও ১ হাজার ৩৩টি নসিমন করিমন দুর্ঘটনার কবলে পড়েছে।
এসব দুর্ঘটনায় ১ হাজার ৮০ জন ছাত্র-ছাত্রী, ৩০৫ জন শিক্ষক, ১৩৩ জন সাংবাদিক, ১০৯ জন ডাক্তার, ১২৪ জন আইনজীবী, ১০৬ জন প্রকৌশলী, ৫৩৫ জন পরিবহন শ্রমিক ও ৫১৯ জন চালক, ২৮০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৮০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ হাজার ২৪১ জন পথচারী, ২৬১ জন সহকারী কর্মকর্তা কর্মচারী, ১ হাজার ৬৭৭ জন নারী, ১ হাজার ১২২ জন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।