খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: ক্রিস্তিয়ানো রোনালদো হলেন রিয়াল মাদ্রিদ দলের ‘প্রাণ’। আর এই ক্লাব ছেড়ে কোথায় যাবেন তিনি? কোথাও না। নতুন কোচ জিনেদিন জিদান জানিয়ে দিলেন, রিয়াল ছেড়ে কোথাও যাচ্ছেন না সিআরসেভেন। আর যেখানে খেলতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন রোনালদো তাকে সেখানেই খেলানো হবে। ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ত জার্মেইয়ের আগ্রহের কথা শোনা যাচ্ছিল। গত সপ্তাহে বরখাস্ত হওয়া কোচ রাফায়েল বেনিতেজের সময়কালে রোনালদো নাকি কিছুটা অশান্তিতে ছিলেন। রিপোর্ট আছে এমনই।
ম্যানইউ ও পিএসজি রোনালদোর অবস্থা তাই পর্যবেক্ষণ করছিল। কিন্তু জিদান বলে দিয়েছেন চূড়ান্ত কথা, “ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রান্সফার হবে না। সে এই দলের প্রাণ। এখানেই থাকবে, কোথাও যাবে না। ক্রিস্তিয়ানো উইংয়ে খেলবে। ওখানেই সবচেয়ে স্বচ্ছন্দ সে। তাকে খুব বেশি কিছু বলার নেই। তাকে খুশি দেখতে চাই।” জিদান জানিয়েছেন তিনি দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য করিম বেনজিমার সাথে একান্তে কথা বলেছেন। উৎসাহ দিয়েছেন খেলোয়াড়কে। কিন্তু রোনালদোকে বলার মতো কথা আছে কমই। জিদান বলেছেন, “একান্তে বেনজিমাকে বলেছি: ‘ঈশ্বর, তুমি খুব মানের!”’
এর সাতে জিদান যোগ করেছেন, “ক্রিস্তিয়ানোর ব্যাপারে শুধু এইটুকু বলতে চাই যে সে খুশি থাকুক। ২০ বা ৩৪ বছর বয়স হোক, একজন খেলোয়াড় সবসময় উন্নতি করতে পারে। আমি দলকে উন্নতি করতে সহায়তা করবো।” আজ শনিবার দেপোর্তিভো লা করুনার সাথে খেলা। লা লিগায় কোচ হিসেবে জিদানের অভিষেক ম্যাচ। কিন্তু হট সিটে বসেও দুশ্চিন্তায় নেই জিদান, “সবকিছু ভালো চলছে। এই মুহূর্তে আমাকে কোনো কিছু ভাবাচ্ছে না। সমর্থকদের পুরো সমর্থন চাই আমি। তাদের আনন্দ দিতে চাই।