খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: আজকের দিনটিকে মোহাম্মদ আমির বিশেষভাবে মনে রাখবেন। কারণ, এদিনই পাকিস্তান দলের সাথে নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ছেন। ৫ বছর পর আবার জাতীয় দলের সাথে উড়াল দিচ্ছেন। অনেক কষ্টে এই পর্যন্ত এসেছেন তিনি। তবে অর্জিত এই দ্বিতীয় জীবনে তাকে প্রতি পদে সতর্ক থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরকে এই অবস্থায় শুধু ক্রিকেটে মনযোগী থাকার পরামর্শ দিয়েছে।
পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেছেন, আমিরকে বলা হয়েছে তিনি যেন শুধু ক্রিকেট নিয়েই ভাবেন। ক্রিকেট নিয়েই থাকেন। অন্য কিছুর দিকে তার মন দেয়ার দরকার নেই। কারণ, এই সময়ে ক্রিকেটটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন আমির। অনেক বিতর্কের মাঝে পাওয়া এই সুযোগকে ক্রিকেট বোর্ড যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছে।
আমিরের ভিসা পাওয়া নিয়েও ছিল সমস্যা। উড়াল দেবার দুদিন আগে তিনি নিউজিল্যান্ডের ভিসা পেয়েছেন। নিউজিল্যান্ড ইমিগ্রেশনে অপরাধীদের ভিসা দেয়ার ব্যাপারে করাকড়ি আইন আছে। তারপরও ভিসা পেয়েছেন আমির।
২৩ বছরের আমির অনেক অল্প বয়সেই বড় কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে চমকের পর চমক দিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় ২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। টাকার বিনিময়ে লর্ডস টেস্টে নো বল করেন। পরে ধরা পড়েন। এই অপরাধে তাকে ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল। সঙ্গী মোহাম্মদ আসিফ ও সালমান বাট একই শাস্তি পেয়েছিলেন। এছাড়া তিনজনেরই জেল হয়েছিল। আমির ৩ মাস জেল খেটেছেন। নিষেধাজ্ঞা ভোগ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় এখন আমিরের। তাই তাকে সতর্ক থাকার নির্দেশই দিয়েছে তার বোর্ড।