খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: ফুটবলকে জনপ্রিয় করতেই ইন্ডিয়ান সুপার লিগ চালু হয়েছে ভারতে। মিলিয়ন ডলারের টুর্নামেন্ট। কিন্তু খাতা কলমে ভারতের সর্বোচ্চ লিগ আই-লিগের একি হাল! অনেক খেলোয়াড় নাম মাত্র টাকা পাচ্ছেন। আবার অনেকে প্রায় বিনে পয়সায়ই খেলবেন এবারের লিগে! পরের মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পেতে অনেক খেলোয়াড়ই টাকা না দিলেও খেলবেন!
আজই শুরু হচ্ছে আই-লিগ। আর লিগটিতে সঙ্কট শুরু হয়েছে পুনে এফসি, ভারত এফসি ও রয়্যাল ওয়াহিংদো এফসি নাম প্রত্যাহার করে নিলে। এবারের লিগে ৯টি দল খেলছে। ১৯৯৬ সালে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর এবারই এতো কম দল খেলছে।
দল কম বলে খেলোয়াড়দের সংস্থানের সুযোগ কম। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে পারছে ভালোভাবে। কিন্তু খেলোয়াড়দের পছন্দের দাম থাকছে না।
স্পোর্টিং ক্লাব ডি গোয়ার প্রেসিডেন্ট পিটার ভাজ বলেছেন, “বিশ্বাস করুন, এবার এমনও খেলোয়াড় আছে যারা বিনে পয়সায় খেলতে চায়। আই-লিগের দল করার সময় আমাদের হাতে অনেক অপশন ছিল। যদিও আমরা শুধু গোয়ার খেলোয়াড়দের দিকে মন দিয়েছি।”
ফ্রান্সিস ফার্নান্দেজ (দিল্লি ডায়নামো), ডেনজিল ফ্রাঙ্কো, সৈয়দ রহিম নবি, ক্লিফোর্ড মিরান্ডারা (আতলেতিকো দে কলকাতা) কিছুদিন আগেও জাতীয় দলে ছিলেন। ৩০ জনের মতো খেলোয়াড় দল পাননি। এই খেলোয়াড়রা আছেন সেই দলে। এখন তাদের পছন্দের কোনো মূল্য নেই। যে কোনো একটি ক্লাবে নাম লেখাতে পারলে বেঁচে যান তারা।
একজন এজেন্ট বলেছেন, খেলোয়াড়দের আই-লিগে খেলার প্রয়োজনীয়তাটাই পরিস্থিতি জটিল করে তুলেছে। কারণ, না খেলতে পারলে আগামী মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সম্ভাবনা কমে যাবে। খেলতে না পারলে বা পারফর্ম করতে না পারলে ফ্রাঞ্চাইজিগুলোর চোখের আড়াল হয়ে যাওয়ার ভয় আছে। আইএসএলে চমৎকার খেলা মেহরাজউদ্দিন ওয়াদু ও ডেনসন দেবদাসের মতো খেলোয়াড়ও দল পাননি। আছেন আরো অনেক খেলোয়াড়। এখন তাই যে করে হোক দল চাই তাদের।