খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশের ম্যাচ চলাকালে চ্যানেল-টেন এর মহিলা রিপোর্টা মেল ম্যাকলাহিন-এর সাথে সাক্ষাৎকার দেয়ার সময়ে অশোভন কথাবার্তা বলে ফেসে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। ইতোমধ্যে জরিমানাও গুনেছেন তিনি। বিগ ব্যাশ কর্তৃপক্ষ তাকে টুর্নামেন্টে চিরতরে নিষিদ্ধ করার বিষয়েও পরিকল্পনা করছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল ইতোমধ্যে গেইলকে পুরো ক্রিকেট বিশ্বে নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন। তার সুরে সুর মিলিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান অল রাউন্ডার শেন ওয়াটসন।
অজি অল রাউন্ডারটি বলেছেন, গেইলকে বিগ ব্যাশে ফিরতে না দেখলে তিনি আশ্চর্য হবেননা। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারটি সাক্ষাৎকার দিতে গিয়ে যেসব বিতর্কিত কথাবার্তা বলেছেন, তা অপ্রত্যাশিত ছিলনা বলেও উল্লেখ করেন ওয়াটসন। বরং গেইলের কাছে এরকমটাই প্রত্যাশিত বলে উল্লেখ করেন অজি অল রাউন্ডার।
ওয়াটসন পরিস্কারভাবে বলেছেন, চ্যানেল টেন-এর মহিলা রিপোর্টারের সাথে গেইলের কথাবার্তা ছিল বাড়াবাড়ি পর্যায়ের। একারনেই বিগ ব্যাশ কর্তৃপক্ষ যে গেইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন, তাতে পুরোপুরি সমর্থন দেয়ার কথাও জানিয়েছেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ান অল রাউন্ডারের এই মন্তব্যটি এসেছে আগামী সোমবারের মেলবোর্ন রেগেডেস বনাম সিডনি থান্ডার্সের ম্যাচের আগে। স্পটলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে সিডনি থান্ডার্সের হয়ে খেলবেন ওয়াটসন, আর প্রতিপক্ষ রেনেগেডসে খেলার সম্ভাবনা আছে গেইলের।
ওয়াটসন বলেছেন, কোনো সন্দেহ নেই যে, গেইল পিচে থাকার সময়টাতে দর্শকদের বিপুল আনন্দ দিয়ে থাকেন। দর্শকরা তার খেলা দেখতে ভালোবাসে। এবং তার খেলা দেখার জন্যই টিকিট কেটে মাঠে আসে। কিন্তু বরাবরই ক্রিকেটের বাইরে ভদ্রতার একটা মাপকাঠি আছে।
ডেইল টেলিগ্রাফ পত্রিকাকে ওয়াটসন বলেন, ক্রিকেটের বিনোদনটাকেই দর্শকরা অনেক বেশী উপভোগ করে থাকেন। এর বাইরে শ্রদ্ধাভক্তি এবং মূল্যবোধেরও একটা ব্যাপার রয়েছে। মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটীয় ভদ্রতা বজায় রাখা চাই। গেইল বিগ ব্যাশে খেলছেন কিনা সে বিষয়ে একটা সিদ্ধান্ত হয়তো হবে। কিন্তু শুধু মাঠের বিনোদনের বিষয়টা ভাবলে চলবেনা। মাঠের বাইরের বিষয়গুলোও গুরুত্বপূর্ন।
উল্লেখ করা প্রয়োজন, চ্যানেল টেন-এর ওই রিপোর্টারটি গেইলের সাক্ষাৎকার নিতে গেলে গেইল রিপোর্টারের চোখ দুটো সুন্দর এবং তাকে নিয়ে ডিনারে যাওয়ার প্রস্তাব দেন। গেইলের এই সাক্ষাৎকার পর্বটি তখন খেলা চলাকালে টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছিল। গেইলের এই সাক্ষাৎকার পর্ব পুরো ক্রিকেট বিশ্বে নিন্দার ঝড় তোলে। জরিমানা গোনার পাশাপাশি ক্ষমা চেয়েও নিস্তার পাননি গেইল। তার বিরুদ্ধে ফেয়ারফ্যাক্স মিডিয়ার আরেক প্রমিলা সাংবাদিকও অশোভন আচরনের অভিযোগ তোলেন। এর প্রেক্ষিতে ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে আইন লড়াইয়ের হুমকি দেন গেইল। ফেয়ারফ্যাক্স মিডিয়ার ওই প্রমিলা সাংবাদিকটি বলেন, গত বছরের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অনুশীলন চলাকালে সিডনিতে গেইল তাকে অশোভন প্রস্তাব দিয়েছিলেন।
ওয়াটসন বলেছেন, খেলোয়াড়ী জীবনের শুরুর সময় থেকেই আমি গেইলের বিপক্ষে বহুবার খেলেছি। গেইলের কাছ থেকে অমন ব্যবহারই প্রত্যাশিত। গেইলকে যারা চেনে, তাদের প্রত্যেকেই জানে যে এরকম আচরণ সে হরহামেশাই করে থাকে। স্থান, কাল পাত্র কোনোকিছুই বিবেচনা করেনা সে। এসব আচরনের কারণে সমস্যা হওয়াটাই স্বাভাবিক।