খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: নেশা তো অনেকেরই আছে। কারও সেটা অ্যালকোহলের ,কারও আবার বই পড়ার, কেউ বা তাস খেলায়। কিন্তু কিছু নেশা ভারী অদ্ভুত। নিচে দেওয়া হল তেমনি এক অদ্ভুত নেশার কথা।
রক্ত নেশা: ভ্যাম্পায়ার বলে কিছু বাস্তবে নেই ঠিকই কিন্তু রক্ত পান করে বেঁচে থাকা মানুষের কথা শুনুন। ওর নাম জুলিয়া ক্যাপলেস। ৪৫ বছরের এই মহিলা পানির চেয়েও বেশি পান করতে ভালবাসে রক্ত। ঘণ্টায় ঘণ্টায় তার তাজা রক্ত খাওয়া চাই।
৩০ বছরেরও বেশি সময় ধরে পেনসিলভিনিয়ার বাসিন্দা সেই মহিলা রক্ত খেয়ে বেঁচে আছে। পার্টিতে গেলে মদ নয় সে রক্ত খেতেই বেশি পছন্দ করে। জুলিয়ার রক্ত নেশার জন্য অনেকে রক্তদানও করেছেন। সারাদিনে ২লিটার রক্ত না খেলে তার চলে না।