খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: বোরকা তাদের প্রধান অস্ত্র। চেহারা দেখা যায়না তাদের। ওরা মায়াবিনী। মায়ার জাদুতে কাবু করে সাধারণ মানুষকে। বেপরোয়া এ বোরকা বাহিনীর মায়ার জাদুতে আটকা পড়ছেন অনেকেই। হারাচ্ছেন সর্বস্ব।
বোরকার আড়ালে এরা ভয়ঙ্কর ছিনতাইকারী। ইশারায় পথচারীদের কাবু করে ছিনতাইয়ের পথ খোঁজে এরা। এদের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই টাকা-পয়সা, মোবাইল ফোন খোয়াতে হচ্ছে অনেককে।
অনুসন্ধান করে পাওয়া গেছে বেশ কয়েকটি ঘটনা, সর্বস্ব খোয়ানো কয়েকজনকে। সরেজমিন অনুসন্ধানে পাওয়া গেছে ফাঁদ পাতা ওইসব নারীর গডফাদারদের নাম। একই স্পটে দিনের পর দিন মানুষের টাকা-পয়সা হাতিয়ে নেয়ার পর ও নির্বিঘেœ কাজ চালিয়ে যাচ্ছে তারা।
মাইটিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মুখোশের একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।