খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: ধর্মত্যাগের অভিযোগে নিজের মাকে প্রকাশ্যে গুলি হত্যা করল এক আইএস জঙ্গি। মানবাধিকার সংগঠন রাক্কা ইস বিইং স্লটার্ড সাইলেন্টলি (আরআইবিএসএস)-র পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমক্ষে নিজের মাকে গুলি করে হত্যা করেছে জিহাদি আলি সাকার আল-কাসেম নামে বছর ২০-এর ওই আইএস জঙ্গি। ৪৫ বছরের লিনার মাথায় গুলি করে সে। লিনা আল-কাসেম ধর্মান্তরিত হয়েছিলেন বলে অভিযোগ।
তবে লিনাকে হত্যার এটাই একমাত্র কারণ নয়। আইএসের বিধান অনুযায়ী, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যারা মুখ খুলবে, তাদের হত্যা করার অনুমতি দেয় তারা। পরে জানা যায়, কাসেমকে আইএস ছাড়ার জন্য বারবার চাপ দিচ্ছিলেন লিনা। ছেলেকে নিয়ে রাক্কা থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। মায়ের এই ইচ্ছার কথা আইএস নেতাদের কাছে গিয়ে জানান কাসেম। এর পরই লিনাকে হত্যার নির্দেশ দেয় আইএস নেতারা।