Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Abc pictureখোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: নরসিংদী থেকে তোফাজ্জল হোসেন।।প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ম্যনুয়েল তৈরি হলে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ের দক্ষতা আরো বৃদ্ধি পাবে এবং আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিগম্যতা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত হবে।“ উপরোক্ত কথা গুলি বলেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের।
এসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) এর নরসিংদী প্রকল্প অফিসে ৯জানুয়ারী স্থানীয় সরকারকে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ) অধিকতর প্রতিবন্ধীব্যক্তিবান্ধব করার জন্য একটি ম্যানুয়েল তৈরীর লক্ষ্যে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইউরোপীয়ান ইউনিয়ন ও সাইটসেভার্সের সহ-অর্থায়নে পরিচালিত, ও সাইটসেভার্স, এবিসি ও ভিপস সংস্থা কর্তৃক বাস্তবায়িত “একীভূতঃ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ” প্রকল্পের উদ্যোগে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আবু তাহের মোঃ জাবের, উপ সচিব, জনপ্রশাসন মন্ত্রাণালয়, রিফাত শাহ্পার খান,প্রোগ্রাম ম্যানেজার,সাইটসেভার্স, নাজমা আরা বেগম পপি, জেনারেল সেক্রেটারী, ভিপস্, মোঃ নাছির উদ্দিন সিকদার, প্রোগ্রাম ম্যানেজার, ভিপস্, সঞ্জয় রঞ্জন কর, প্রকল্প পরিচালক, এবিসি এবং এবিসি কর্মকর্তাবৃন্দ।
উক্ত মতবিনিময় সভাটিকে ৪টি ধাপে ভাগ করা হয়। প্রথম ধাপে ৮ জন প্রতিবন্ধী নারী পুরুষ যারা তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। মত বিনিময় সভায় তারা স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে তাদের সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বর্ণনা করেন এবং স্থানীয় সরকারের বিভিন্ন পরিষেবা প্রতবন্ধী ব্যক্তিবান্ধব করা ও প্রতিবিন্ধী ব্যক্তিদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য তাদের সুপারিশমালা তুলে ধরেন। ২য় ধাপে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তাহের, বাসস, নরসিংদী জেলা প্রতিনিধি, মোঃ তোফাজ্জল হোসেন, সভাপতি, নরসিংদী জেলা সাংবাদিক সমবায় সমিতি লিঃ, মোঃ শরীফ ইকবাল রাসেল, জেলা প্রতিনিধি বাংলাদেশ সময়, সুমন রায়, জেলা প্রতিনিধি, চ্যানেল আই, মোঃ শেখ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, বেলাব প্রেসক্লাব। তারা স্থানীয় সরকারের বিভিন্ন অবকাঠামো গুলি প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব করে গড়ে তোলার জন্য সুনিদ্দির্ষ্ট সুপারিশমালা তুলে ধরেন। ৩য় ধাপে নরসিংদী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৭ জন চেয়ারম্যান, ইউ পি সদস্য, মহিলা সদস্য এবং সচিব গণ স্থানীয় সরকারকে আরো কার্যকরী করে তোলার জন্য সম্ভাবনা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। ৪র্থ পর্যায়ে “একীভূতঃ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ” প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সাইটসেভার্স, এবিসি ও ভিপসের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে সুনিদ্দির্ষ্ট সুপারিশমালা লিপিবদ্ধ করা হয়। উক্ত মত বিনিময় সভাটি সঞ্চালকের ভুমিকায় ছিলেন আবু তাহের মোঃ জাবের,উপ সচিব, জনপ্রশাসন মন্ত্রাণালয়। তিনি দীর্ঘদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মত বিনিময় শেষে এবিসি’র প্রকল্প পরিচালক আগত সকল অংশগ্রহনকারীদের তাদের সক্রিয় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।