খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: ভাঙড়ে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা । এলাকাবাসীর অভিযোগ, ধর্ষণ ও খুনের পর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলার দেহ। গতকাল শনিবার রাতে ভাঙড়ের সোমনাথ কলোনির কাছে ওই মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান এলাকার মানুষ। পরে কাশীপুর থানা পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই সংহিতা আবাসন প্রকল্পের কাজ চলছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর থেকে এলাকা সমাজবিরোধীদের আখড়া হয়ে ওঠে। কাশীপুর থানার পুলিশকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি। এলাকার সমাজবিরোধীরাই মহিলাকে ধর্ষণের পর খুন করে দেহ জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। এদিকে, এ ঘটনার পর থেকেই চাপানউতোর শুরু হয়েছে নান্নু হোসেন ও আরাবুল ইসলাম গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর অনুগামীরাই একে-অপরের দিকে সমাজবিরোধীদের মদত দেওয়ার অভিযোগে সরব। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। সূত্র: জি নিউজ