খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: আশ্চর্য হলেও সত্যি! এক গর্ভবতী মহিলার এমন হাসি পেল যে এর দমকে সন্তান প্রসব করে ফেললেন তিনি। লন্ডনের প্লাইমাউথ শহরে রয়্যাল লাস্ট থিয়েটারে এক গর্ভবতী মহিলা ক্রিস্টি এসেছিলেন কমেডি শো দেখতে।
শো দেখতে দেখতে তাঁর এমনই হাসি পেয়ে গেল যে তাঁর প্রসববেদনা শুরু হয়ে যায়। বড়দিনে আয়োজিত অনুষ্ঠানে অভিনেতা গোক ওয়ানের কমেডি শো দেখছিলেন ক্রিস্টি।
শো এতটাই মজাদার ছিল যে ক্রিস্টি হাসি চেপে রাখতে পারেননি। দুমাস পর ক্রিস্টির সন্তান প্রসবের কথা ছিল। দুমাস আগেই সন্তান প্রসব করে ফেললেন তিনি