খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢুকতে পারেননি ভারত ও যুক্তরাজ্যের ৭৭ নাগরিক। ট্যুরিস্ট ভিসায় ইজতেমায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চেকপোস্ট থেকে ফেরত পাঠানোদের মধ্যে ভারতের ৭৩ জন ও যুক্তরাজ্যের ৪ জন নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমায় ট্যুরিস্ট ভিসায় বিদেশিদের যোগ দেওয়ার ওপরে সরকারি নিষেধাজ্ঞার কারণে এসব বিদেশিকে গ্রহণ করা সম্ভব হয়নি। ইজতেমায় যোগ দিতে হলে এসব বিদেশি মুসুল্লিদের তাবলিগের জন্য নির্ধারিত টিআই ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে বলে জানান তিনি।
শুধুমাত্র বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার জন্য সারা বিশ্বের তাবলিগ জামাতের মুসুল্লিদের টিআই ভিসা দেওয়া হয়ে থাকে। আখেরি মোনাজাতের আগে আজ শনিবারও এপথে দিনভর বিদেশি মুসুল্লিরা আসছেন বলে জানান তিনি।